কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৮:২৫ | পাকুন্দিয়া  


‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

পরে ইউএনও রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন মো. লিটন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিছবাহ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র মো. আসাদ মিয়া, সিদ্দিক হোসেন রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট মো. আবদুল আউয়াল প্রমুখ।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে খামারিদের অংশগ্রহণে ৩৪টি স্টল বসে।

এসব স্টলে খামারিদের উৎপাদিত গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া, পাখিসহ উন্নত প্রযুক্তির ঘাস ও ঘাস কাটার মেশিনসহ প্রাণিসম্পদের বিভিন্ন জিনিস প্রদর্শনী হিসেবে রাখা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর