কিশোরগঞ্জের হোসেনপুরে চোরাই একটি অটোরিক্সাসহ চোর চক্রের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছে, উপজেলার গলাচিপা গ্রামের আল আমিন (৩৪) ও নামা শাহেদল মোল্লা বাড়ির কাইয়ুম মোল্লা (৩৪)।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে কুলিয়ারচর থেকে চোরাই অটোরিক্সাসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হোসেনপুর বাজার ফলপট্টি থেকে এক চালকের অটোরিক্সাটি চুরি করে পালিয়ে যায় চোরেরা।
অটোরিক্সার মালিক আইন উদ্দিন (৫৫) হোসেনপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মজিবুর রহমান জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান পরিচালনা করে কুলিয়ারচর থেকে চোরাই অটোরিক্সাসহ দুই চোর আল আমিন ও কাইয়ুম মোল্লাকে গ্রেপ্তার করে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদ্বয় পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।