কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৭:১৬ | সংগঠন সংবাদ 


‘সংকটে সংগ্রামে ছড়া, হোক বাধাহীন মুক্তধারা’ এই স্লোগানে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ১৯তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন হয়েছে। কিশোরগঞ্জের কল্যাণমূলক সাহিত্য সংস্কৃতি সংগঠন ‘জেগে ওঠো নরসুন্দা’ এর ব্যানারে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে এবারের  ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার আসলাম সানী।

এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান।

দেশ-বিদেশের শতাধিক অতিথিসহ স্থানীয় কবি ও ছড়াকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ছড়া উৎসবের উদ্বোধনী দিনের আয়োজনে অংশ নেন।

ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবুল কাশেম জানান, ছড়া ও কবিতা পাঠ, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, নাটক এবং বাউল সঙ্গীতের মধ্য দিয়ে ছড়া উৎসব উদযাপন করা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর