কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের গাঙচিল রেস্তোরাঁ’র কর্মচারী খুন

 স্টাফ রিপোর্টার | ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৮:২৫ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে রকি (১৯) নামে এক হোটেল কর্মচারী দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে। বুধবার (১ মার্চ) দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যে জেলা শহরের গৌরাঙ্গবাজারের গাঙচিল রেস্তোরাঁর পেছনে নরসুন্দা লেকপাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিহত রকি জেলার নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। সে গাঙচিল রেস্তোরাঁর কর্মচারী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রকি এবং তার বড় ভাই রবিন দীর্ঘদিন ধরে গাঙচিল রেস্তোরাঁর কর্মচারী হিসেবে কাজ করে।

রেস্টুরেন্টের কিচেনের পেছন দিকে নরসুন্দা লেকপাড়ের ওয়াকওয়ে এলাকায় নেশাগ্রস্তরা প্রায়ই আড্ডা দেয়। তারা মাঝে মাঝে এটা-সেটা চেয়ে কিচেনের কর্মচারীদের বিরক্ত করে।

বুধবার (১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে রেস্টুরেন্টের পেছনের ওয়াকওয়ে এলাকায় রকিকে পড়ে থাকতে দেখে হোটেলের কর্মচারীরা এগিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রকির বড় ভাই রবিন জানান, তার ভাইয়ের হাত ও পা ভাঙ্গা ছিল। এছাড়া মুখে আঘাতের চিহ্ন রয়েছে। খুনিরা তাকে খুন করে ফেলে রেখে যাওয়ার পর তারা বিষয়টি জানতে পারেন।

সংঘবদ্ধ ঘাতকেরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলেও রবিন দাবি করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২ মার্চ) কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এছাড়া এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর