কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

 স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৬:৪৭ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মতবিনিময় সভায় অংশ নেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ মাহবুবুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রওশন আরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্ল্যাহ আল শামীম, হোসেনপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ব্রহ্মপুত্র নদ থেকে অবাধে বালু উত্তোলনের বিষয়ে বলেন, যদিও আমাদের হোসেনপুরে কোন বালুমহাল নেই; তথাপি পাশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সীমানায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের কারণে নদের গতিপথ পরিবর্তন হয়ে আমাদের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামটি ব্রহ্মপুত্র নদের ভাংগনে বিলীন হচ্ছে। এ জন্য ময়মনসিংহের জেলা প্রশাসকের সহযোগিতা নিয়ে তিনি বালু উত্তোলন বন্ধের দাবি রাখেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার বক্তব্যে জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুতের উৎপাদন খরচের চেয়ে আরো অনেক কম মূল্যে সরকার গ্রাহকদের দিচ্ছেন।

তিনি তার বক্তব্যে জনপ্রতিনিধিদের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তদারকিতে নজরদারি রাখার আহ্বান জানান।

এছাড়া সাংবাদিকদের অনিয়মের প্রতিবেদন এর পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরতে অনুরোধ করেন।

হোসেনপুর-পাকুন্দিয়া-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নরসুন্দা নদের উপর নিমার্ণাধীন সেতুর ঠিকাদার উধাও হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

পরে জেলা প্রশাসক গত রোববার (১২ মার্চ) আগুনে পুড়ে যাওয়া ৮টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক পরিবারেকে ৫ হাজার টাকা করে চেক বিতরণ করেন।

এছাড়া সদ্য সমাপ্ত মাধ্যমিক পর্যায়ে দেশ সেরা ক্রীড়াবিদ হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বিথী আক্তারের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর