কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ইউপি উপ-নির্বাচনে প্রয়াত মেম্বারের স্ত্রী বিজয়ী

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৮:১৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য প্রয়াত আবুল কাশেম বজলুর স্ত্রী আমেনা সিদ্দিকা হেনা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোটগ্রহণ শেষে ফলাফল গণনার পর তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

জানা গেছে, ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা এক হাজার ৯৭০। এর মধ্যে এক হাজার ১২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে আমেনা সিদ্দিকা হেনা ফুটবল প্রতীক নিয়ে পান ৭১৮ ভোট। অপর প্রার্থী মো. সেলিম মোরগ প্রতীক নিয়ে পান ৪০২ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিরদী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফলের তথ্যটি নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত বুরুদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে আবুল কাশেম বজলু নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর ইউপি সদস্য আবুল কাশেম বজলু গত বছরের ২ অক্টোবর মারা যান। এতে পদটি শূন্য হয়।

এ পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি শুন্য হওয়া পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফছিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৯ ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ছিল ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৭ ফেব্রুয়ারি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর