কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ব্যবসায়ী আলাউদ্দিনের মৃত্যুতে বাদল রহমানের শোক

 স্টাফ রিপোর্টার | ১৮ মার্চ ২০২৩, শনিবার, ১২:১৫ | রকমারি 


কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং বড়বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা রাজনীতিক ও সমাজসেবক বাদল রহমান।

এক শোকবার্তায় বাদল রহমান বলেন, মো. আলাউদ্দিন একজন ভালো এবং সৎ ব্যবসায়ী ছিলেন। এছাড়া একজন মানুষ হিসেবেও তিনি সদা হাসি-খুশি ও প্রাণোচ্ছ্বল একজন মানুষ ছিলেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জের ব্যবসায়ী সমাজ একজন ভালো ব্যবসায়ীকে হারালো।

আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এছাড়া তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সদস্য, বড়বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী বয়লা নিবাসী মো. আলাউদ্দিন শুক্রবার (১৭ মার্চ) রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর