কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৯:০৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, পৌরমেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ আলম খান, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, বিল্লাল হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় মাদক, জুয়া, যৌন হয়রানি, কিশোর গ্যাং, যানজট ও ময়লার গাড়ি চলাচল রোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর