কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বিট পুলিশিং সভা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৪ মে ২০২৩, রবিবার, ৬:২৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের মান্দারকান্দি চৌরাস্তা বাজারে শনিবার (১৩ মে) বিকালে এ সভার আয়োজন করে বুরুদিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা সাত নম্বর বিট পুলিশ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস।

পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পদিরশর্ক (এসআই) কাজী ফয়েজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম ও বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।

বুরুদিয়া ইউপি সদস্য ইমাম হোসেন মোড়ল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য হাবিবুর রহমান রতন, হালিম আশরাফী, আল আমিন, শাপলা কিন্ডারগার্টেনের পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় গ্রামবাসী ও বক্তারা দাবি করেন, মান্দারকান্দি এলাকায় ব্যাপক হারে জুয়া, মাদক ও কিশোর গ্যাংয়ের আধিপত্য বৃদ্ধি পেয়েছে। বেড়েছে গরু চুরিও। জুয়াড়ি ও কিশোর গ্যাংয়ের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এ থেকে রেহাই চান তারা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর