কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাদল রহমানের মৃত্যুতে সৈয়দ সাফায়েতুল ইসলামের শোক

 স্টাফ রিপোর্টার | ৯ জুলাই ২০২৩, রবিবার, ৭:৫৪ | রকমারি 


কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম।

রবিবার (৯ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মরহুম বাদল রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তায় মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম বলেন, ‘বাদল রহমান কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় ও নিবেদিত নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানাই।'

প্রসঙ্গত, রবিবার (৯ জুলাই) সকালে জেলা শহরের চরশোলাকিয়া এলাকার বেপারি বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর