বরিষ্ঠ চিকিৎসক, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব ডা. এ. এ. মাজহারুল হক ও রত্নগর্ভা নূরজাহান বেগম প্রতিষ্ঠিত এবং রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজ পারভেজ পরিচালিত কিশোরগঞ্জের শিল্প, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা, বুদ্ধিবৃত্তিক গবেষণামূলক সংস্থা ‘মাজহারুন-নূর ফাউন্ডেশন’ কিশোরগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাদল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় ‘মাজহারুন-নূর ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ড. মাহফুজ পারভেজ আন্তরিক শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘বাদল রহমান একজন সক্রিয় ও নিবেদিত রাজনৈতিক নেতার পাশাপাশি কিশোরগঞ্জের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক জগতের অগ্রণী পৃষ্ঠপোষক ছিলেন।’
‘বাদল রহমান সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন’ উল্লেখ করে প্রফেসর ড. মাহফুজ পারভেজ তাঁর শোকবার্তায় বলেন, ‘তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ একজন প্রতিশ্রুতিশীল ব্যক্তিত্বকে হারিয়েছে, যা সহজে পূরণ হবে না।’
প্রফেসর ড. মাহফুজ পারভেজ বলেন, ‘কিশোরগঞ্জে 'মাজহারুন-নূর ফাউন্ডেশন'র শিল্প, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা, বুদ্ধিবৃত্তিক গবেষণামূলক কর্মকাণ্ডে এবং 'মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা' অনুষ্ঠানসমূহে তাঁর উষ্ণ অংশগ্রহণ আমাদেরকে প্রাণিত করেছে। আমরা তাঁর স্মৃতির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানাই এবং তাঁর বহুমাত্রিক ভূমিকা কিশোরগঞ্জের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে প্রত্যাশা করি।’