কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় অপরাধ দমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৭ জুলাই ২০২৩, সোমবার, ৪:১৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিংসহ অপরাধ দমনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসদরের টানলক্ষীয়া আশ্রাফুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে সোমবার (১৭ জুলাই) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

টানলক্ষীয়া এলাকাবাসী এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন স্থানীয় একটি মসজিদের ইমাম মো. নজরুল ইসলাম।

পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, সাবেক পৌর কাউন্সিলর আবদুল কদ্দুছ, থানার উপ-পরিদর্শক (এসআই) মেনহাজ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম রিপন, আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদ উল্লাহ, আবদুল খালেক প্রমুখ।

টানলক্ষীয়া গ্রামের কয়েকশ’ নারী-পুরুষ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, টানলক্ষীয়া এলাকায় মাদকের ছড়াছড়ি। উঠতি বয়সের ছেলেরা মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এর ফলে এলাকায় চুরি, ছিনতাই, হানাহানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাদের এমন কর্মকাণ্ডে স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে।

তাই এসব অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ তাঁর বক্তব্যে বলেন, ‘আমি মেয়র হওয়ার পর থেকেই এ এলাকার এসব অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ পেয়ে আসছি।’

স্থানীয় লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপরাধ দমনে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘মাদকে জড়িত যে কেউ হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।’

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ। এ এলাকার অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে।’

এসময় তিনি সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর