কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২২ জুলাই ২০২৩, শনিবার, ৪:৫৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার পুলেরঘাট আজহারুল উলুম হুসাইনীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আট নম্বর বিট পুলিশ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, আট নম্বর বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, পুলেরঘাট বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম জাফরুল ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও পুলেরঘাট আজহারুল উলুম হুসাইনীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলাম।

পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম/অনলাইন জুয়া, জালনোটের বিস্তার, গবাদি পশু চুরি, মারামারি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা, সড়ক/রেল দুর্ঘটনার রোধকল্প বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর