কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মাছ চাষে সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান বাবু

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার, ৩:৫৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গুণগত মানসম্পন্ন পোনা মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন উপজেলার এগাসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বাবু। তিনি ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মৃত ডা. মনিরুজ্জামানের ছেলে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু’র হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

জানা গেছে, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। তিনি বাহাদিয়া এলাকায় কয়েকটি ফিশারিতে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করেন।

এসব ফিশারিতে গুণগত মানসম্পন্ন পোনা মাছ উৎপাদন করে আমিষের চাহিদা পূরণে বিশেষ অবদান রাখায় তাঁকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা মৎস্য বিভাগ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর