কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পাঁচ জলাশয়ে ৩০৭ কেজি পোনা অবমুক্ত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৮:৫০ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চারটি প্রাতিষ্ঠানিক জলাশয় ও একটি উন্মুক্ত জলাশয়ে ৩০৭ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার চারটি প্রাতিষ্ঠানিক ও একটি উন্মুক্ত জলাশয়ে ৩০৭ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রতিটি পোনার আকার ১০ থেকে ১৫ সেন্টিমিটার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর