কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

 স্টাফ রিপোর্টার | ১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৯:০১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী চর আদর্শ কলেজের ২০২৩ খ্রিস্টাব্দের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর কাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

বিদায় অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের কৃষি শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. শফিকুল ইসলাম।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কম্পিউটার বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. মিজানুর রহমান সুমন, সাচিবিক বিদ্যা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. জাকির হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক আরিফ রব্বানি, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক পিযুষ সরকার প্রমুখ।

তারা তাদের বক্তব্যে বলেন, অনেক শিক্ষার্থী পরীক্ষার সময় প্রশ্নফাঁসের গুজবে বিভ্রান্ত হয়ে এদিক-সেদিক ছোটাছুটি করে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে। তোমরা এসব গুজবে কান দিবে না।

পরে নির্বাচনী পরিক্ষায় ভালো রেজাল্ট করায় তানজিনা আক্তার, সারমিন আক্তার ও নাহিদা সুলতানা এ তিনজনকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান দোয়া পরিচালনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর