কিশোরগঞ্জে চার কেজি গাঁজাসহ মো. ইমন মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়।
গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. ইমন মিয়া জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার মো. মাহাবুব মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর এসআই মো. রমজান আলী সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় মো. ইমন মিয়া গাঁজা বিক্রি করার সময় জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. ইমন মিয়াকে আটক করা হয়।
আটক ইমন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।