কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় জাটকা ইলিশ ও জাল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৩ আগস্ট ২০২৩, বুধবার, ২:১৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা ইলিশ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় জাটকা ইলিশ বেচা ও লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য সংরক্ষণ করার দায়ে তিন ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে উপজেলার পুলেরঘাট বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান ও থানা পুলিশ সদস্যরা তাকে বিচারিক কাজে সহযোগিতা করেন।

জানা গেছে, উপজেলার পুলেরঘাট বাজারে জাটকা ইলিশ ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর। এসময় ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বাজারে লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দুই জন ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট চার হাজার এবং জাটকা ইলিশ বিক্রয়ের দায়ে একজন মাছ বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বিপুল পরিমাণ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

পাকুন্দিয়া  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর