কিশোরগঞ্জের বাজিতপুরে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে বাজিতপুর থানা চত্বরে বাজিতপুর থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণচন্দ্র দাস।
এতে অন্যদের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুখন দত্ত, বাজিতপুর কেন্দ্রীয় মন্দির হরিসভার সাধারণ সম্পাদক দেব দুলাল দাস, পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, পৌর শাখার সভাপতি পিয়াস বসার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার বাহিনী ছাড়াও সিভিল আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
তিনি দুর্গাপূজা চলার সময়ে দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
পূজা মন্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।
এ বছর বাজিতপুর উপজেলায় ৬১টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। এখন মন্ডপগুলোতে পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে।