কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে অবসরপ্রাপ্ত ডিপ্লোমা চিকিৎসকদের সংবর্ধনা

 স্টাফ রিপোর্টার | ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার, ৫:৫৪ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শেষে অবসরে যাওয়া ১৮জন ডিপ্লোমা চিকিৎসককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন (বিডিএমএ) কিশোরগঞ্জ জেলা শাখা।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা শহরের সতাল এলাকার গাংচিল কনভেনশন সেন্টার মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএমএ জেলা শাখার সভাপতি ডা. মো. গোলাম হোসেন।

এতে অতিথি ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল সেলস এক্সিকিউটিভ মো. ফকর উদ্দিন নয়ন ও ডিপার্টমেন্ট অব মেডিকেল অ্যাফেয়ার্সের এক্সিকিউটিভ ডা. সানজিদ জাহান সিদ্দিকী।

বিডিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ধনেশ চন্দ্র পন্ডিত ও সাংগঠনিক সম্পাদক ডা. মো. সেলিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. মো. নাজিমুল হক মিলন।

এতে জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ডিপ্লোমা চিকিৎসগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শেষে অবসরে যাওয়া ১৮জন ডিপ্লোমা চিকিৎসককে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

সংবর্ধিত অবসরপ্রাপ্ত ডিপ্লোমা চিকিৎসকগণ হচ্ছেন, ডা. মো. আবদুল্লাহ, ডা. সুনিল কুমার মজুমদার, ডা. জাহানারা বেগম, ডা. একেএম লিয়াকত আলী ভূঞা, ডা. অঞ্জিত চন্দ্র রায়, ডা. সুফিয়া বেগম, ডা. মিজানুর রহমান, ডা. খায়রুল আমিন, ডা. মো. নূরুল হক, ডা. মুকুল চৌধুরী, ডা. হাবিবুর রহমান, ডা. আলাল উদ্দিন ভূঞা, ডা. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আমিনুল ইসলাম, ডা. আবদুল আউয়াল, ডা. আজহারুল ইসলাম, ডা. ছলিম উল্লাহ ও ডা. কৃষ্ণ লাল দাস।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

এছাড়া বিডিএমএ জেলা শাখার খসড়া ভোটার তালিকা প্রণয়ন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর