কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না আমির হোসেনের

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ১৫ জানুয়ারি ২০২৪, সোমবার, ৫:৩৭ | হোসেনপুর 


জোহরের নামাজ আদায় শেষে মসজিদ থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় লরি ট্রাকের চাপায় আমির হোসেন (৬০) নামে এক মুসল্লি মারা গেছেন। সোমবার (১৫ জানুয়ারি)  দুপুর পৌনে ২টার দিকে হোসেনপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের উপজেলার সিদলা ইউনিয়নের পাগলা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আমির হোসেন উপজেলার সিদলা ইউনিয়নের ধুলিহর গ্রামের মাজিম উদ্দিন বেপারি ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের পাগলা বাজার এলাকার মসজিদে জোহরের নামাজ আদায় করেন আমির হোসেন।

নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি লরি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ লরি ট্রাকসহ ড্রাইভার রাফি আহমেদ (১৮) কে আটক করে থানায় নিয়ে যায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর