বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পর পর চারবার সহ মোট পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবার সরকার গঠন করা ও কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পুনঃনিয়োগ প্রাপ্ত হওয়ায় কিশোরগঞ্জে কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা সদরের আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পুনঃনিয়োগ প্রাপ্ত হওয়ায় রাজনীতিক, সামাজিক, সংবাদিকসহ নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক একেএম শামসুল ইসলাম খান মাসুম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন প্রমুখ ছাড়াও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনকে মিষ্টিমুখ করান।
এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।
কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন তার বক্তৃতায় বিশেষ সহকারী হিসেবে তাকে পুনরায় নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।