কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্ববর্তী আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক পৌর কাউন্সিলর বিপ্লব কুমার সাহাকে আহ্বায়ক এবং সাংবাদিক ধ্রুব রঞ্জন দাসকে সদস্য সচিব করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, শেখর কান্তি সাহা, রণ গোপাল সিংহ, ব্রজ গোপাল বণিক, ডা. প্রদীপ কুমার সাহা, রামকৃষ্ণ বণিক, সাধন গোস্বামী, স্বপন কুমার ঘোষ, শীতল কুমার সাহা, দিলীপ কুমার সাহা, সত্য সাহা, দুলাল চন্দ্র বর্মন, শিবু প্রসাদ বণিক, লিটন কুমার সাহা, বিজয় সাহা, উজ্জ্বল চক্রবর্তী, নয়ন কুমার সাহা, প্রবীর চন্দ্র দে, সমর বণিক এবং জীবন সাহা।
শুক্রবার (১ মার্চ) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত এক চিঠিতে কটিয়াদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করার কথা জানানো হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।