কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৬ মার্চ ২০২৪, বুধবার, ৩:২৮ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে হত্যাসহ একাধিক মামলার পলাতক ওয়ারন্টভুক্ত আসামি মো. দুলাল মিয়া (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার জিনারী ইউনিয়নের নামা জিনারী গ্রামের মৃত মইছ উদ্দিনের ছেলে।

তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানার রঙ্গিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হোসেনপুর থানার এসআই মো. হাবিবুর রহমান, এসআই সুশান্ত চন্দ্র সরকার, এসআই মো. মিল্টন মিয়া ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার হওয়া মো. দুলাল মিয়া তার ছোট ভাই মো. রফিক ওরফে রহিতের স্ত্রী রহিমা আক্তার (৪২) হত্যাকাণ্ডের মূল হোতা। এ ঘটনায় হোসেনপুর থানায় ২০২৩ সালের ১২ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারের পর বুধবার (৬ মার্চ) আসামি দুলাল মিয়াকে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর