কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কামরুজ্জামান ৩য় বারের মতো কিশোরগঞ্জ সদরের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক

 স্টাফ রিপোর্টার | ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:১০ | শিক্ষা  


কিশোরগঞ্জ পৌর এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ  উপজেলা পর্যায়ে কিশোরগঞ্জ সদর উপজেলা হতে ৩য় বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ কামরুজ্জামান বাংলাদেশ স্কাউটস এর সি এ এল টি প্রশিক্ষণ প্রাপ্ত একজন উড ব্যাজধারী স্কাউটার। তিনি তাঁর নিজ বিদ্যালয় স্কাউট দলের ইউনিট লিডার হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অংশ নিয়ে থাকেন।

এছাড়া বিগত করোনাকালীন সময়ে নিজ ইউনিটসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়েছেন। তিনি স্কাউটস এর জাতীয় ও আন্তর্জাতিক ক্যাম্পে অংশ নিয়েছেন।

মোহাম্মদ কামরুজ্জামান কিশোরগঞ্জ জেলা স্কাউটস এর নির্বাহী কমিটিতে সহকারী কমিশনার (আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, তিনি এর আগে ২০২২ ও ২০২৩ সালে কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর