কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ডিপ্লোমা চিকিৎসকদের আলোচনা সভা

 স্টাফ রিপোর্টার | ২৪ মে ২০২৪, শুক্রবার, ৪:২২ | সংগঠন সংবাদ 


ডিপ্লোমা চিকিৎসকদের পদোন্নতি ও পদায়নসহ দাবি-দাওয়া আদায় বিষয়ে করণীয় নির্ধারণে কিশোরগঞ্জে আলোচনা সভা করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন (বিডিএমএ)।

শুক্রবার (২৪ মে) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন (বিডিএমএ) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরের সতাল এলাকার গাংচিল কনভেনশন সেন্টার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান। এতে সভাপতিত্ব করেন বিডিএমএ জেলা শাখার সভাপতি ডা. মো. গোলাম হোসেন।

বিডিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ধনেশ চন্দ্র পন্ডিত এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন ডা. ছলিম উল্লাহ।

আলোচনা সভার সমন্বয়ক ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. মো. নাজিমুল হক মিলন।

এতে জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ডিপ্লোমা চিকিৎসগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা চিকিৎসকদের ব্যাপক ভূমিকার বিষয়টি উল্লেখ করে একই পদে থেকে ডিপ্লোমা চিকিৎসকদের অবসরে যাওয়া এবং পদ শূন্য থাকার পরও ডিপ্লোমা চিকিৎসকদের পদায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্পীকার হিসেবে বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিপার্টমেন্ট অব মেডিকেল এ্যাফেয়ারস এর এক্সিকিউটিভ ডা. তানভীর ইসলাম।

এছাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সিনিয়র রিজিওনাল সেলস এক্সিকিউটিভ মো. আনছার উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর