৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে আগামী ৫ জুন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বাজিতপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ব্রিফিং করেন কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী।
এ সময় কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি সার্কেল অ্যাডজুটান্ট মুহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া, কুলিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, বাজিতপুর উপজেলা প্রশিক্ষক শফিউল আলম, রেহানা শিকদার, কুলিয়ারচর উপজেলা প্রশিক্ষক আমেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার ৮৫টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পিসি- ৮৫, এপিসি-১৭০, আনসার ও ভিডিপি (পুরুষ) ৫৭১ জন, আনসার ও ভিডিপি (মহিলা) ৩৪০ জন সদস্যসহ সর্বমোট ১১৬৬ জন ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।
নির্বাচনে ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন, প্রিজাইডিং অফিসারের নির্দেশনা সাপেক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্যালট পেপার, ব্যালট বাক্সের নিরাপত্তা প্রদান, আনসার ও ভিডিপি প্লাটুনের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনী মালামাল সংগ্রহ ভোট পূর্ব, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন এবং প্রত্যাবর্তনকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে সমন্বয় ও যোগাযোগ, প্রিজাইডিং অফিসারের সাথে নির্ধারিত সময়ে ও স্থানে উপস্থিত সংক্রান্ত নির্দেশনা সম্পর্কিত বিষয়ে ব্রিফিং প্রদান করা হয়।