কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


যে সমস্ত কারণে আয়কর রিটার্ন অডিট/পুনঃ উন্মোচন হতে পারে

 রাজন কুমার দেবনাথ, কর আইনজীবী (আয়কর ও ভ্যাট) | ১২ জুন ২০২৪, বুধবার, ২:৩৩ | বিশেষ নিবন্ধ 


আয়কর রিটার্ন অডিট: আয়কর নিরীক্ষা সম্মানিত করদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আয়কর কর্তৃপক্ষের জন্য বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। অনেকগুলো প্রক্রিয়ার মধ্যদিয়ে এই নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

সাধারণত একটি আয়কর নথি পুনঃ উন্মোচন করতে হলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সার্কেল-কে তার রেঞ্জ অফিসের অনুমোদন নিতে হয়। কারদাতাদের ধরন অনুযায়ী তাদেরকে ২ টি শ্রেণীতে বিভক্ত করা যায়। ১। ব্যক্তি শ্রেণীর করদাতা ২। কোম্পানি শ্রেণীর করদাতা।

ব্যক্তি শ্রেণীর করদাতাদের ফাইল যেসমস্ত করনে পুন:উন্মোচন হতে পারে:

১। আয়কর গণনায় ভুল হলে।

২। আয়কর গণনায় ব্যাংক সুদ হিসাবভুক্ত করা না হলে।

৩। আইটি ১০বি তে সঞ্চয়পত্র দেখালে কিন্তু সঞ্চয়পত্রের সুদ আয় না দেখালে।

৪। আইটি ১০বি তে কৃষি জমি দেখালে কিন্তু কৃষি খাতে আয় না দেখালে।

৫। প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন বেতন বিবরণী, ব্যাংক বিবরণী, সংশ্লিষ্ট বৎসরে ক্রয়কৃত সম্পত্তির সমর্থনে ডকুমেন্ট রিটার্ন এর সাথে জমা দেয়া না হলে।

৬। আইটি ১০বি তে বাড়ি বা ফ্লাট দেখালে এবং পারিবারিক খরচ এ আবাসন খরচ দেখালে। সে ক্ষেত্রে বাড়ি বা ফ্লাটটির ভাড়া, বাড়িভাড়া খাতে আয় না দেখালে।

৭। বাড়ি ভাড়া আয় এর সমর্থনে ব্যাংক স্টেটসেন্ট সংযুক্ত না করলে।

৮। মাসিক বাড়ি ভাড়া আদায় ২৫,০০০/- টাকার বেশি হলে তা ব্যাংকিং চ্যানেলে আদায় না হলে।

৯। আইটি ১০বি তে গাড়ি দেখানো থাকলে, পারিবারিক খরচের যাতায়াত ব্যয় ড্রাইভার এর বেতন ও গাড়ি পরিচালনা ব্যয় তুলনামুলকভাবে কম দেখানো হলে।

১০। বাড়ি নির্মাণ ব্যয় মিউনিসিপিলিটি/পিডব্লিউডি-এর রেট থেকে কম দেখানো হলে।

১১। আইটি১০বি তে এফডিআর দেখানো হলে কিন্তু এফডিআর এর সুদ আয় দেখানো না হলে।

১২। পূর্বের বৎসর থেকে আয় কম দেখানো হলে তার যথাযথ ব্যাখ্যা দেওয়া না হলে।

১৩। পারিবারিক খরচ তুলনামুলক কম দেখানো হলে। করদাতা যে এলাকায় বসবাস করেন সেখানের জীবনযাত্রার মান অনুযায়ী খরচ কম দেখানো হলে।

১৪। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্মচারীর বেতন বা মজুরি এমন যেকোন অর্থ ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না করে অন্য কোন মাধ্যমে পরিশোধ করা হয়।

১৫। ব্যাংকিং চ্যানেল ছাড়া ব্যক্তিগত লোন নেয়া বা দেওয়া দেখানো হলে।

১৬। অনেক বৎসর যাবৎ ফ্লাট এর অগ্রিম দেখানো থাকলে।

১৭। রিটার্ন না মিললে।

১৮। বিনিয়োগের সমর্থনে সঠিক ডকুমেন্ট প্রদান না করলে।

১৯। আয়কর রেয়াত গণনায় ভুল হলে।

২০। কোন আয় বছরের শেষে যদি দেখা যায় উক্ত ব্যবসায়ের চলতি বছরের মূলধনের পরিমাণ প্রারম্ভিক মূলধন অপেক্ষা কমে গেছে তবে সেক্ষেত্রে আয়কর নথি পুন: উন্মোচন হতে পারে।

কোম্পানি শ্রেণীর করদাতার ফাইল যে কারনে পুন: উন্মোচনের আওতায় আসতে পারে:

কোম্পানির আয়কর ফাইল পুনঃউন্মোচন করার বিভিন্ন কারণ হতে পারে। সাধারণত, আয়কর কর্তৃপক্ষ বিভিন্ন কারণে একটি করদাতার ফাইল পুনঃউন্মোচন করতে পারে। নিম্নলিখিত কিছু সাধারণ কারণ এখানে তুলে ধরা হলো:

১। কোম্পানির পরিচালকরা প্রতিষ্ঠানে মূলধন তহবিল গঠনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেনি তাহলে আয়কর কর্তৃপক্ষ ফাইল পুনঃউন্মোচন করতে পারে।

২। যদি আয়কর কর্তৃপক্ষের সন্দেহ হয় যে কোনো কোম্পানি তাদের প্রকৃত আয় বা সম্পদ প্রকাশ করেনি, অথবা হঠাৎ আয় বেড়ে গেলে কিংবা কমে গেলে আয়কর কর্তৃপক্ষ ফাইল পুনঃউন্মোচন করতে পারে।

৩। যদি কোনো কোম্পানির খরচ বা ব্যয় অস্বাভাবিক বা অপ্রত্যাশিত মনে হয়, তাহলে কর্তৃপক্ষ ফাইল পুনঃউন্মোচন করতে পারে। অর্থাৎ কোম্পানি তার ব্যবসা পরিচালনার জন্য যে মূলধনি ব্যয় ও পরিচালনাগত ব্যয় বা খরচ করেন তা নিয়মতান্ত্রিক ও তা আয়কর আইনের নিয়ম মোতাবেক হতে হবে। কিছু উদাহরণ দিয়ে বিষয়টা স্পষ্ট করা যেতে পারে। যেমন ধরুন:

উদাহরণ-১) কোম্পানি তার কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত বেতন দিয়ে থাকে। এই বেতন যদি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না করে নগদে বা অন্য কোন উপায়ে পরিশোধ করা হয়। তবে এক্ষেত্রে যাদের বেতন ১৫,০০০/- টাকার নিচে তাদের ক্ষেত্রে ২০২২-২০২৩ কর বছর পর্যন্ত তা শিথিলযোগ্য ছিল। তবে ২০২৩-২০২৪ কর বছর হতে যে কোন অংকের/এ্যামাউন্টের বেতন পরিশোধ ব্যাংকিং মাধ্যমে পরিশোধিত না হলে কোম্পানির ফাইল পুনঃউন্মোচন হতে পারে।

উদাহরণ-২) ধরুন কোম্পানি ঔষধ উৎপাদন করে, এক্ষেত্রে নিয়ম হলো- ৫ কোটি টাকা টার্নওভার হলে সেক্ষেত্রে ২% হারে সে বিনামূল্যে নমুনা বিতরণ করতে পারবে। অর্থাৎ কোম্পানি এটাকে ব্যয় হিসেবে প্রদর্শন করতে পারবে। তাতে করে নীট আয় কমে যাবে। কোম্পানিকে আয়কর কম দিতে হবে। এখন কোম্পানি যদি ২% এর বেশি বিনামূল্যে নমুনা বিতরণ করে তবে অতিরিক্ত ব্যয় নিরীক্ষার জন্য কোম্পানির ফাইল পুনঃউন্মোচন হতে পারে।

৪। যদি আয়কর কর্তৃপক্ষের হাতে নতুন গোপন তথ্য বা দলিল আসে অথবা তৃতীয় পক্ষের রিপোর্ট আসে যা পূর্বে ফাইলে অন্তর্ভুক্ত করা হয়নি।

৫। নির্ধারিত পদ্ধতিতে হিসাবরক্ষণের বিধান পরিপালন না করে যদি আয়কর ফাইলে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করা হয়।

৬। অনেক ক্ষেত্রে অতি সাধারণ ফাইলও ট্যাক্স অডিটের আওতায় আসতে পারে। নিয়মিত ট্যাক্স ফাইল অডিট এটি একটি সাধারণ প্রক্রিয়া।

৭। কোনো নির্দিষ্ট আইনগত কারণে, যেমন কোন আইন পরিবর্তন হলে বা নতুন নিয়ম প্রবর্তন হলে।

৮। আয়কর ফাইল পুনঃউন্মোচনের প্রক্রিয়া সাধারণত আইন এবং নিয়মের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং এতে যথাযথ প্রমাণ এবং কারণ প্রদর্শন করতে হয়।

৯। বড় বড় কোম্পানিগুলোর বৈদেশিক লেনদেন একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যদি কোন কারণে আয়কর কর্তৃপক্ষের সন্দেহের অবকাশ থাকে।

১০। কোম্পানি তার আয়-ব্যয় হিসাবে হঠাৎ লোকসান দেখালে কোম্পানির ফাইল পুন:উন্মোচন হতে পারে।

এছাড়াও একাধিক কারণে ব্যক্তি কিংবা কোম্পানির ফাইল পুন:উন্মোচিত হতে পারে। তাই আয়কর আইন ও হিসাববিজ্ঞানের বিধান পরিপালন পূর্বক সচেতন ভাবে আপনার কিংবা কোম্পানির আয়কর ফাইল জমা দিন। আর্থিক, মানসিক ও সামাজিক ভাবে নিরাপদ থাকুন।

# লেখক: রাজন কুমার দেবনাথ, কর আইনজীবী (আয়কর ও ভ্যাট)


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর