‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চায় উদ্ধুদ্ধ করার লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে দুর্নীতি বিরোধী সভা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাড়াইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, সহিলাটি উচ্চ বিদ্যালয়, কাজলা উচ্চ বিদ্যালয় ও পুরুড়া উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ‘ক’ গ্রুপে ‘দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইনই যথেষ্ট’ বিতর্কের বিষয়বস্তু নিয়ে উপজেলার কাজলা উচ্চ বিদ্যালয় ও পুরুড়া উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
দ্বিতীয় রাউন্ডে ‘খ’ গ্রুপের বিতর্কের বিষয়- ‘মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ নিয়ে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও সহিলাটি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করে।
চুড়ান্ত রাউন্ডে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আল মামুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রথমে শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়তে হবে। প্রত্যেক নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে উঠলেই সোনার বাংলা গঠন করা সহজ হবে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে নীতি নৈতিকতা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম গোলাম কিবরিযা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন ভূঞা এবং জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক রোমান উদ্দিন।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরজাহান বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুজ্জামান খান।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিচারকম-লি, সভাপতি ও মডারেটর চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দল ও শ্রেষ্ঠ বিতার্কিক হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা রুবিয়া ইসলাম রজনীকে এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।