কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ফুটফুটে কন্যা সন্তান রেখে ভাতিজার হাত ধরে উধাও চাচি

 আবু হানিফ, পাকুন্দিয়া | ১৫ জুন ২০২৪, শনিবার, ৫:৩৮ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাতিজার হাত ধরে মোছা. সবিতা আক্তার (২১) নামে এক প্রবাসীর স্ত্রী উধাও হয়ে গেছে। সবিতা পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও পূর্বপাড়া গ্রামের দুবাই প্রবাসী মো. মুকুল মিয়ার স্ত্রী এবং দুই বছর বয়সী এক কন্যা সন্তানের জননী।

গত ১২ জুন সন্ধ্যায় বাবার বাড়িতে কন্যা সন্তানটিকে রেখে সমবয়সী ভাতিজা সাকিল মিয়ার হাত ধরে উধাও হয়ে যায় সবিতা। এ ঘটনায় প্রবাসীর ছোট ভাই মো. খাইরুল ইসলাম পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর তোলপাড় চলছে।

অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. মুকুল মিয়ার সাথে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী নামাপাড়া বকসুবাড়ীর মো. মকবুল হোসেন ওরফে বকুল মিয়ার মেয়ে সবিতা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের চার মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রী সবিতাকে বাড়িতে রেখে মুকুল দুবাই পাড়ি জমান। বর্তমানে এই দম্পতির আরফা মনি নামে দুই বছর বয়সী একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে।

এদিকে স্বামীর বিদেশে অবস্থানের সুযোগে স্বামী মুকুলের আপন চাচাতো ভাই মো. জাকির হোসেনের ছেলে সাকিল (২০) এর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে সবিতার।

এক পর্যায়ে গত ১২ জুন সন্ধ্যায় শিশুসন্তানকে বাবার বাড়িতে রেখে সাকিলের হাত ধরে চাচি সবিতা উধাও হয়ে যায়।

ভাতিজার সঙ্গে স্ত্রীর পালিয়ে যাওয়ার খবর মোবাইল ফোনে পেয়ে প্রবাসে থাকা মুকুল এখন পাগল প্রায়।

মোবাইল ফোনে প্রবাসী মকুল বলেন, একদিন আগেও আমি ৫০ হাজার টাকা পাঠিয়েছি। এছাড়া ঘরে নগদ আড়াই লাখ টাকা ও বিয়ের স্বর্ণালংকার ছিল। সব নিয়ে আমার ভাতিজার সঙ্গে আমার স্ত্রী পালিয়ে গেছে।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর