বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ২০২০-২১ সালে দেশব্যাপী অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তৃতীয় হয়ে পুরস্কার লাভ করেছে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ। কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু’র হাতে এ পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৫ জুন গণভবনে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ-২০২৪ কর্মসূচির উদ্বোধন এবং ২০২০-২১ সালের বৃক্ষরোপণ কর্মসূচিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২০ সালে সারা বাংলাদেশে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ তৃতীয় স্থান অর্জন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র কাছ থেকে পুরস্কার নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার নিতে পেরে আমি গর্বিত। এই অর্জন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সকল নেতাকর্মীর।