কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ৮:৫২ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের অষ্টগ্রামে তিন কেজি গাঁজাসহ নজরুল ইসলাম সরদার (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) বিকালে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া এলাকার বিএডিসি পানির মেশিন ঘরের সামনের সড়ক থেকে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম সরদার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নারিকেলি গ্রামের মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে। সে বর্তমানে নওগাঁ জেলার বদলগাছি থানার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের বাসিন্দা।

অষ্টগ্রাম থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম এর নির্দেশনায় এসআই সঞ্জয় কুমার দে, এএসআই কামরুজ্জামান ও কনস্টেবল জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন।

অষ্টগ্রাম থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নজরুল ইসলাম সরদার একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে অষ্টগ্রাম থানা পুলিশের একটি টিম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া সড়কের তৈয়ব মিয়ার বিএডিসি’র পানির মেশিন ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি ব্যাগের ভিতর দুটি বান্ডিলে মোট তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম সরদারকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর