কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ২৬ জন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজারের ফুড ও ক্লক এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে ফাউন্ডেশনকে সুসংগঠিত করতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মোট ২৬জন প্রবাসীকে সম্মাননা স্মারক তুলে দেন কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা প্যানেল ও কর্মকর্তারা।
পরিচিতি সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা প্যানেলের সহ-সভাপতি ও স্পেনের বার্সেলোনা অভিবাসী মুহিবুল হাসান খান কয়েশ।
এসময় সংগঠনে উপদেষ্টামন্ডলীর সদস্য এনামুল হক ভুইয়া জনতার নজরুল, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মিলকী, খলিলুর রহমান খোকন, মাওলানা ইসমাইল হোসাইন মুফিজী, হাদিউল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা সৌদি ইনভেস্টর আমিনুল ইসলাম ভুঁইয়া, সভাপতি আমেরিকা অভিবাসী মো. হিরণ ভূঁইয়া সহ অনলাইনে নিউইয়র্ক, রোমানিয়া, ইতালি, কাতার, মালয়েশিয়া, কুয়েত, ওমান, কাতার প্রভৃতি দেশ থেকে প্রবাসীরা সরাসরি অনলাইনে যুক্ত হয়ে কুশল বিনিময় করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী মো. ওমর ফারুকের সঞ্চালনায় পরিচিতি সভা শেষে উপস্থিত বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।