ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জেলা গণঅধিকার পরিষদর উদ্যোগে শহরের পুরানথানা টিনপট্টি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বৈদেশিক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জেলা আহ্বায়ক নাসির উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
এতে অন্যদের মধ্যে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান উজ্জ্বল, জেলা কমিটির সিনিয়র যুগ্মআহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ছাত্র জনতার বিজয়ের পর ভারত সেটা মানতে পারেনি, তাই ত্রিপুরা রাজ্যের বাঁধের গেইট তারা খুলে দিয়েছে। এর ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। ভারতের সাথে আগের সরকার গোলামির সম্পর্ক তৈরি করেছিলো, আমরা কোন গোলামির সম্পর্ক চাই না, আমরা ন্যাযতার সম্পর্ক চাই। ভারত বাংলাদেশ সীমান্তে পাখির মত গুলি করে মানুষ মারে। পৃথিবীর কোন দেশের সীমান্তে এমন হত্যাকাণ্ড হয় না। এসব বন্ধ করতে হবে। আমরা চাই অন্তবর্তীকালীন সরকার যেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।