সিএনজিচালিত অটোরিকশায় পরিবহন করে ক্রয়-বিক্রয়ের সময় কিশোরগঞ্জের বাজিতপুরে ৪ কেজি গাঁজাসহ মো. রায়হান (২৮), আব্দুল আলী প্রকাশ মসম (২৯) ও সাকিব খাঁ (৩৩) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা গ্রামের হাজী সুলতান উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের মূল গেইটের সামনের রাস্তায় বাজিতপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে এসব গাঁজা ও সিএনজিসহ তাদের আটক করে।
বাজিতপুর থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর নির্দেশনায় এসআই মো. রফিকুল ইসলাম, এসআই মো. আশরাফ হোসেন, এএসআই কামাল হোসেন ও এএসআই মো. শাকিল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গাঁজাসহ আটক হওয়া তিন মাদক ব্যবসায়ীর মধ্যে মো. রায়হান জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর দক্ষিণপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে, আব্দুল আলী প্রকাশ মসম ভৈরবের কমলপুর আমলাপাড়ার মো. ঝাড়ু মিয়ার ছেলে এবং সাকিব খাঁ পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা রতনপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
বাজিতপুর থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মো. রায়হান, আব্দুল আলী প্রকাশ মসম ও সাকিব খাঁ এই তিনজনই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর থানা পুলিশের একটি টিম উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা গ্রামের হাজী সুলতান উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের মূল গেইটের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিন মাদক ব্যবসায়ী মো. রায়হান, আব্দুল আলী প্রকাশ মসম ও সাকিব খাঁ কে আটক করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।