কিশোরগঞ্জে শহীদ খায়রুল জাহান বীর প্রতীকের নামে প্রতিষ্ঠিত শহীদ খায়রুল স্মৃতি সংসদে আবারো দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে জেলা শহরের শোলাকিয়া নীলগঞ্জ মোড় এলাকার স্মৃতি সংসদ কার্যালয়ে এ চুরির ঘটনাটি ঘটে।
চোরেরা শহীদ খায়রুল স্মৃতি সংসদের ৮৬ হাজার টাকা মূল্যমানের ৫০ ইঞ্চি স্যামসাং টেলিভিশন ও সেটটপ বক্সসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
শহীদ খায়রুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আবু হাসান বাবুল জানান, ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তিনি ক্লাবের দরজা খোলা পান। পরে ভিতরে গিয়ে দেখতে পান, টিভির বক্সের খিল ভাঙ্গা ও সব কিছু এলোমেলো।
শহীদ খায়রুল স্মৃতি সংসদের সভাপতি একে নাছিম খান জানান, প্রথমে দরজার খিল ভেঙ্গে চোরেরা ক্লাবের ভিতরে প্রবেশ করে পরে টিভির জন্য বানানো স্টিলের বক্সের খিল ভেঙ্গে ৫০ ইঞ্চি স্যামসাং টিভি ও সেটটপ বক্সসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
তিনি বলেন, এর আগে গত ২৯ মে শহীদ খায়রুল স্মৃতি সংসদে আরো একটি চুরির ঘটনা ঘটেছিলো। তখন থানায় অভিযোগ দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তখন যদি পদক্ষেপ নেয়া হতো, তাহলে আজকের এই চুরি ঘটনা ঘটাতে সাহস পেত না। আমরা অবিলম্বের এই চুরির সাথে জড়িতদের গ্রেপ্তার দেখতে চাই।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ নিয়ে আসলে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।