কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আলোচনা সভা

 স্টাফ রিপোর্টার | ২১ অক্টোবর ২০২৪, সোমবার, ৪:৪৬ | নিকলী  


রাষ্ট্র সংস্কারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে কিশোরগঞ্জের নিকলীতে আলোচনা সভা করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিকলী পুরানবাজার দুধমহালে রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল মোমেন স্বপন।

সভায় শেখ মোবারক হোসেন সাদী, খাইরুল ইসলাম, নূরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাঈদুজ্জামান বাবলু, কৃষক প্রতিনিধি হেলিম মিয়া, বাজিতপুর শাখার আহ্বায়ক সামছুল হক কাজল, সদস্য সচিব শফিকুল ইসলাম কাজল, জেলা নেতা হরিপদ দাস নান্টু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা দেশর চলমান পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কারের গুরুত্ব ও প্রয়োজনীয়তার যৌক্তিক নানা দিক উপস্থাপন করেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার সদস্য সচিব মাশুকুর রহমান ঝুটন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর