কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

 স্টাফ রিপোর্টার | ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:২৭ | রাজনীতি 


কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময়ের প্রতিপাদ্য বিষয় ছিল- শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় কলেজের ক্যাম্পাসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লিটন এ আর খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ, করিমগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল হক মুন্না, সদস্য সচিব হৃদয় বাবু প্রমুখ।

সভায় করিমগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, ছাত্র-ছাত্রীরা কেমন বাংলাদেশ দেখতে চায় এসব বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।

এ সময় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা ছাত্র নেতাদের কাছে তুলে ধরেন।

এছাড়া করিমগঞ্জ সরকারি কলেজে যাতে অতীতের মতো বৈষম্য না থাকে এবং ছাত্র-ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও আলোচনা করা হয়।

এ সময় কেন্দ্রীয় নেতারা ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন এবং তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

সভায় তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, শোষণমুক্ত ও মানবিক মর্যাদাপূর্ণ একটি নতুন বাংলাদেশ। যেখানে কোনো প্রতিহিংসার রাজনীতি থাকবে না।

এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের দলে দলে ছাত্রদলের পতাকাতলে যোগদানের আহ্বান জানান।

সভায় ছাত্র নেতাদের মধ্যে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান প্রতিশ্রুতি সম্বলিত একটি পুস্তিকা দেওয়া হয়।

মতবিনিময় সভা শেষে করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজ আহমেদ হুমায়ুনকে নিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর