কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে জামায়াতের দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৮:১৫ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে দাওয়াতী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার ঢাকী ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়নের গোবিন্দপুর বাজারে এ দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাওয়াতী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ।

জামায়াত নেতা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহসভাপতি মু হাবিবুর রহমান, জামায়াতে ইসলামী মিঠামইন উপজেলা আমীর মাওলানা মো. তাজুল ইসলাম সা’দী, ইটনা উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন, মিঠামইন উপজেলা সেক্রেটারি মাওলানা একেএম আবদুস সালাম, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আশরাফ আলী, ঢাকী ইউনিয়ন সভাপতি ডা. হাদিস উদ্দিন,  নাসির উদ্দীন ভূইয়া রতন, মু আলী হোসেন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর