কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর দ্বি-বার্ষিক জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব আন্দোলনের উদ্যোগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন এর সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী) মুফতি শেখ এহতেশাম বিল্লাহ আজিজী।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ইসলাম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হুসাইন তালুকদার, সহ-সভাপতি মুহাম্মাদ রুকন উদ্দিন, সেক্রেটারী মাওলানা নোমান আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, মুহাম্মাদ মাজহারুল ইসলাম মাজহার ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি জোবায়ের আহমাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল হক রাজু প্রমুখ।
যুব সম্মেলনে অন্যদের মধ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক মাজহারুল ইসলাম মারজান, সাবেক সভাপতি মুফতি বরকত হোসাইন, সাবেক সভাপতি মাওলানা মু'তাছিম বিল্লাহ মুত্তাকী, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকির হোসেন, মুহাম্মদ কামরুল ইসলাম এবং জেলার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
এতে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী।
নতুন কমিটিতে মু. রবিউল ইসলাম শাহীনকে সভাপতি, মু. এমদাদুল ইসলামকে সহ-সভাপতি এবং মাওলানা দেলোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।