কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন জেলার বিশিষ্ট আইনজীবী শফীউজ্জামান শফী। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ২০ ফেব্রুয়ারি তাকে এ পদে নিযুক্ত করে।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা ২০২৪–এর প্রবিধি ৬৪ (১) ধারা অনুযায়ী ছয় মাসের জন্য তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে।
অ্যাডভোকেট শফীউজ্জামানের বাড়ি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের সুধী গ্রামে।
উপজেলা বিএনপির তিনি সাবেক সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি করিমগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ছিলেন।
এলাকায় একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে।
চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অন্যরা হলেন মো: মাসুদ ইকবাল (প্রধান শিক্ষক, সদস্য সচিব), জাকারিয়া (সাধারণ শিক্ষক সদস্য) ও মুখছেদুল মুমিন সবুজ (অভিভাবক সদস্য)।