কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তিন দিনের ডিজিটাল মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি কর্মশালা

 স্টাফ রিপোর্টার | ২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:০৯ | তথ্য প্রযুক্তি 


কিশোরগঞ্জে তিন দিনব্যাপী শিক্ষকদের ডিজিটাল মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়ীয়া এআরখান উচ্চ বিদ্যালয়ে রোববার (২১ অক্টোবর) এই কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক।

সোমবার (২২ অক্টোবর) কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন কাটাবাড়ীয়া এআরখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন কুমার দত্ত রায়।

কর্মশালায় কিশোরগঞ্জ সদর উপজেলার মোট সাতটি প্রতিষ্ঠানের ৩৩ জন শিক্ষক অংশ নিচ্ছেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কাটাবাড়ীয়া এ আর খান উচ্চ বিদ্যালয়, জিয়া উদ্দীন স্কুল এন্ড কলেজ, বিন্নাট আব্দুল মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয়, আতিকিয়া সোবানিয়া দাখিল মাদ্রাসা, বড়ভাগ দারুল উলুম আলিম মাদ্রাসা, তাজমল খান উচ্চ বিদ্যালয় এবং ড্যাফোডিল আব্দুল মজিদ খান স্কুল এন্ড কলেজ।

কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন আইসিটি৪ই (ICT4E) কিশোরগঞ্জ জেলা এম্বাসেডর নাজমুল হক ও সদরুল ইসলাম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর