কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জাতীয় মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতায় পাকুন্দিয়ার সাইফুল্লাহর কৃতিত্ব

 রাজন সরকার, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৬:০৪ | তথ্য প্রযুক্তি 


জাতীয় মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতা ২০১৮ এ পাকুন্দিয়া সরকারি কলেজের গণিত বিষয়ের প্রভাষক মো. সাইফুল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছেন। গত ১৫-১৬ নভেম্বর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ময়মনসিংহ কেবি কলেজের প্রভাষক তানজিরুল হক রাব্বী প্রথম স্থান অধিকার করেছেন।

প্রভাষক মো. সাইফুল্লাহ পাকুন্দিয়া উপজেলার কুমারপুর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নূরুল হুদার ছেলে। তিনি ইউআইটিআরসিই ব্যানবেইজ ও আইসিটি প্রকল্পের মাস্টার ট্রেইনার হিসেবে কর্মরত রয়েছেন।

গত মার্চ মাসে জেলা পর্যায় থেকে ৩৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে ২৮০ জন প্রতিযোগী বাছাই করা হয়। তাদের মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য ৪৩ জন প্রতিযোগীকে বাছাই করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনকে পুরস্কার হিসেবে ল্যাপটপ প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর