কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দুই ইউপি চেয়ারম্যান সোহাগ ও বাচ্চুসহ চারজন কারাগারে

 স্টাফ রিপোর্টার | ৫ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৪:১২ | ভিডিও খবর  


কিশোরগঞ্জে পৃথক দুটি মামলায় সোমবার দুই ইউপি চেয়ারম্যানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো দুই ইউপি চেয়ারম্যান হলেন, ইটনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ ও মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক বাচ্চু।

তাদের মধ্যে রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে ইটনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ ও তার সঙ্গে থাকা ইটনা বাজার বণিক সমিতির সদস্য রানা মিয়া ও লিয়াকত আলীকে ইয়াবাসহ আটক করে পুলিশ।

পুলিশ জানায়, চেয়ারম্যান সোহাগ শহরের রথখলা পার্ক আবাসিক হোটেলের একটি কক্ষে বসে ইয়াবা সেবন করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭পিস ইয়াবাসহ দুই সহযোগীসহ তাকে আটক করা হয়।

অন্যদিকে, ২০০৭ সালে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে কৃষক নাসিরউদ্দিন হত্যা মামলায় চার বছরের কারাদণ্ডে দণ্ডিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক বাচ্চু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর