কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ সচিব পদে মৌখিক পরীক্ষা ১২ জানুয়ারি শনিবার

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ১১ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৫:০১ | জবস জোন 


কিশোরগঞ্জে শুক্রবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সচিব পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শনিবার (১২ জানুয়ারি) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১১ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে স্থানীয় সরকারের উপপরিচালক ও ইউপি নিয়োগ বিষয়ক বাছাই কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত ইউনিয়ন পরিষদ সচিব পদে লিখিত পরীক্ষার ফলাফলের নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের ফেসবুক আইডিতে নোটিশটি দেয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ১১ জানুয়ারি, ২০১৯ তারিখে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সচিব পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসমূহ নিম্নরূপ:

২, ৯, ১১, ১৩, ১৬, ২৩, ২৭, ৩০, ৩১, ৩৯, ৪৪, ৪৭, ৪৮, ৪৯, ৫২, ৫৩, ৫৫, ৫৬, ৫৮, ৬০, ৬১, ৬৯, ৭৪, ৭৫, ৮৬ = ২৫ জন।

০২। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১২ জানুয়ারি ২০১৯ তারিখ শনিবার সকাল ১০:০০ টায় জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এঁর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মূল সনদপত্র/কাগজপত্র যাচাই বাছাইয়ের নিমিত্ত প্রার্থীগণকে সকাল ৯:৩০ টায় রিপোর্ট করতে অনুরোধ করা হলো।

০৩। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের নামে লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।

০৪। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রসহ প্রয়োজনীয় সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

০৫। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর