কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


খাতা পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলো পাকুন্দিয়ার চরকাওনার চার জেএসসি শিক্ষার্থী

 স্টাফ রিপোর্টার | ২৮ জানুয়ারি ২০১৯, সোমবার, ৮:৫৩ | শিক্ষা  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ জেএসসি শিক্ষার্থী তাদের খাতা পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছে। কাঙ্খিত ফল না পেয়ে এই চার শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরামর্শে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে তাদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলো।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ২০১৮ সালের জেএসসি পরীক্ষার  এই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলো খাদিজাতুল কুবরা, জান্নাতুল মাওয়া নেলী, রুবাইয়া নূর পলি ও মোস্তাক আহমেদ জয়।

জানা গেছে, পাকুন্দিয়ার চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩২ জন শিক্ষার্থী। ২৪ ডিসেম্বর প্রকাশিত ফলে ১৩২ জনই পাশ করে। এর মধ্যে ৪জন জিপিএ-৫ পায়।

শতভাগ পাশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান খুশি হলেও জিপিএ-৫ এর সংখ্যা নিয়ে তিনি খুশি হননি। এ পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করান তিনি।

পুনঃনিরীক্ষণের পর এদের মধ্য থেকে আরো চার শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়েরা শিক্ষকেরা খুশি হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সকলের প্রচেষ্টায় আজকের এ ফলাফল। আমি আমার শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর