কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিহতের ৪৩ দিন পর সৌদি থেকে লাশ এলো কটিয়াদীর বাবুলের

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ৫ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৬:৪৬ | প্রবাস 


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ৪৩ দিন পর দেশের বাড়িতে লাশ এসেছে কটিয়াদীর বাবুল মিয়ার। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে তাঁর লাশ কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামের বাড়িতে এসে পৌঁছে। এ সময় স্বজনদের কান্না আর আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।

নিহত বাবুল মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামের মৃত নিদান মিয়ার ছেলে।

গত ২৩ ডিসেম্বর সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় বাবুল মিয়া (৪০) প্রাণ হারান্। ছেলের মৃত্যুর সংবাদ শুনে তার বৃদ্ধ মা কাতর হয়ে দুইদিন পর ২৫ ডিসেম্বর মারা যান।

পরিবার ও স্বজনেরা জানান, ৬-৭ বছর আগে বাবুল মিয়া পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার জামালপুর গ্রামের রাজু মিয়ার মেয়ে রাবিয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান জন্ম নেয়। অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে স্ত্রী সন্তানকে রেখে বাবুল মিয়া সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু একটি দুর্ঘটনা সব উলট পালট করে দেয়। রাবিয়ার সংসারে সচ্ছলতার বদলে এসেছে স্বামীর লাশ।

স্বামী ও শাশুড়িকে হারিয়ে ৫ বছরের একমাত্র সন্তান অলি আহম্মেদকে নিয়ে এখন অকুলপাথারে বাবুলের স্ত্রী রাবিয়া খাতুন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর