কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আহমাদ ফরিদের লেখা সায়েন্স ফিকশন ‘নিকিতা’র প্রচ্ছদ উন্মোচন

 স্টাফ রিপোর্টার | ৭ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১২:১৮ | সাহিত্য 


কিশোরগঞ্জ নিউজ পরিবারের উদ্যোগে আহমাদ ফরিদের লেখা সায়েন্স ফিকশন ‘নিকিতা’র প্রচ্ছদ উন্মোচন হয়েছে। শহরের গৌরাঙ্গবাজার এলাকায় কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ অনুষ্ঠান হয়।

৩০৫১ সালের কাল্পনিক ঘটনা নিয়ে লেখা এ সায়েন্স ফিকশনটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা সংস্থা ‘কালো’। বইটির প্রচ্ছদ করেছেন তানভীর এনায়েত।

কিশোরগঞ্জ নিউজ ডট কম এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম শোভন খান, কিশোরগঞ্জ নিউজের সম্পাদক মণ্ডলীর সভাপতি ও দৈনিক সমকালের কিশোরগঞ্জ ব্যুরো প্রধান সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসেম, কবি আশুতোষ ভৌমিক, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সংগীত শিল্পী বিনয় দাস প্রমূখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক আহমাদ ফরিদ, প্রকাশক মো: আল আমিন ও প্রচ্ছদ শিল্পী তানভীর এনায়েত।

উল্লেখ্য আহমাদ ফরিদের লেখা সায়েন্স ফিকশন নিকিতা বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় ‘কালো’র ৩৩৬ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির মূল্য ১০০টাকা। এ ছাড়াও রকমারি ডট কম-এও বইটি পাওয়া যাবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর