কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বইমেলায় ড. মাহফুজ পারভেজের 'মানচিত্রের গল্প'

 স্টাফ রিপোর্টার | ৮ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ১:৪৫ | সাহিত্য 


জ্ঞানভিত্তিক শিশুতোষ গ্রন্থ 'মানচিত্রের গল্প' বাংলা একাডেমীর অমর একুশে বইমেলায় এনেছে প্রকাশক শিশু কানন। কবি ও গবেষক, অধ্যাপক ড. মাহফুজ পারভেজ রচিত গ্রন্থে মানচিত্র বা ম্যাপ সংক্রান্ত যাবতীয় ঐতিহাসিক বিবরণ গল্পের ছলে বলা হয়েছে।

পাতায় পাতায় ছবি দিয়ে বইটিতে মানচিত্রের জন্ম থেকে বিকাশকালের বিস্তৃত বর্ণনা রয়েছে। মানব সভ্যতার ইতিহাসে মানচিত্র, কম্পাস ইত্যাদির ভূমিকাও বিষদে আলোচিত হয়েছে।

চমৎকার প্রচ্ছদ ও অলঙ্করণে প্রকাশিত  ড. মাহফুজ পারভেজের 'মানচিত্রের গল্প' গ্রন্থটি শিক্ষার্থী ও আগ্রহী পাঠকের নজর কেড়েছে বলে জানিয়েছেন প্রকাশক।

বইমেলায় শিশু কাননের ৭০১ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া কিশোরগঞ্জে বইটি পাওয়া যাচ্ছে আলীমুদ্দীন লাইব্রেরিতে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর