কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে কিশোরগঞ্জে মানববন্ধন

 সাজন আহম্মেদ পাপন | ৬ মার্চ ২০১৯, বুধবার, ৮:১৯ | নারী 


‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো; নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামুন অর রশিদের সভাপতিত্বে কর্মসূচিতে জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুলতানা রাজিয়া, যুগ্ম সম্পাদক বিলকিস বেগম, প্রচার সম্পাদক তাহমিনা ইসলাম বিউটি, অর্থ সম্পাদক হাসিনা হায়দার চামেলি, কেয়ার বাংলাদেশের কর্মকর্তা কামরুন নাহার, তমিজ উদ্দিন, পপির কর্মকর্তা তৌফিকুর রহমান প্রমুখ মানববন্ধনে অংশ নেন।

এছাড়া কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠন ও বেসরকারি সংস্থার সদস্য তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর